Image description

মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টেকেরহাট বন্দরের ঐতিহাসিক শহীদ কবির মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর অঞ্চলের টিআর সদস্য ও মাদারীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আব্দুস ছোবহান খান। 

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন শুরা সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশের সভাপতিত্ব করেন পৌর আমীর শেখ মোশাররফ হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, যেখানে অন্যায়, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি থাকবে না—সেই সমাজ গড়াই আমাদের লক্ষ্য। বক্তারা আরও উল্লেখ করেন, দেশের মানুষ শান্তি ও ন্যায়ের শাসন চায়, আর সেই কাঙ্ক্ষিত শান্তি ইসলামী আদর্শের ভিত্তিতেই সম্ভব।

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বক্তারা জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে ন্যায়বিচার ও নিরাপত্তা ফিরে আসবে এবং দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে।