আটঘরিয়ায় বজ্রপাত রোধে ৩ কিলোমিটার রাস্তার পাশে ১১০০ তালের বীজ রোপণ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান থেকে দেবোত্তর পর্যন্ত ৩ কিলোমিটার পাকা সড়কের দুই পাশে ১১০০ তালের বীজ রোপণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) তালগাছের বজ্রপাত রোধের ক্ষমতার উপর ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক আব্দুস সাত্তার মিয়া, বাপার নেতা আলহাজ নজরুল ইসলাম, কর্মী নূর মোহাম্মদ, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান মাসুম এবং দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দিন।
আব্দুল হামিদ জানান, গত দুই দিন ধরে বেরুয়ানের মাজপাড়া ঢাল থেকে তালের বীজ রোপণ শুরু হয়েছে। বুধবার দ্বিতীয় দিনে বেরুয়ান অংশে রোপণ কার্যক্রমে স্থানীয় জনগণ ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
Comments