Image description

ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের মাঝে তীব্র দুর্ভোগ সৃষ্টি করেছে। বিকল্প পথ হিসেবে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করেছেন। সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত কার্যত বন্ধ রয়েছে।

বরিশাল ও মাদারীপুর থেকে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। তবে অতিরিক্ত গাড়ির চাপে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ছেন।

মাদারীপুর থেকে আসা একজন বাসচালক জানান, “শিবচর হয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারলে ঢাকা যেতে সমস্যা নেই। কিন্তু অসংখ্য গাড়ি একসঙ্গে এই সড়ক ব্যবহার করায় যানজট সৃষ্টি হয়েছে।”

ঢাকাগামী যাত্রী মো. সাখাওয়াত হোসেন বলেন, “মহাসড়ক বন্ধ থাকায় শিবচর সড়ক দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। কিন্তু এখানে প্রচণ্ড যানজট। কখন ঢাকায় পৌঁছাবো, তার কোনো নিশ্চয়তা নেই।”

শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের পাশে বসবাসকারীরা জানান, সকাল ৯টা থেকে এই সড়কে বাসসহ বিভিন্ন গাড়ির চাপ বেড়েছে, যা যানজটের কারণ হয়েছে। এতে স্থানীয়দের চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। তারা বলেন, “ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া ও রাস্তা পার হওয়া কঠিন হয়ে পড়েছে। গতকাল থেকেই এই অবস্থা।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, “এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় মাদারীপুর-শিবচর সড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে যানজটে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।”