Image description

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির ডাকে বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে ৪৮ ঘণ্টার সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এটি তৃতীয় দিনের মতো চলমান হরতাল। এর ফলে পৌর বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং যান চলাচল বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

হরতাল সফল করতে সকালে উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর বাজার ও প্রশাসনিক চত্বর প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। হরতালের সমর্থনে বাসস্ট্যান্ডে টায়ার পোড়ানো হয়। ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার পরিবহন, মোটর চালিত যান ও ভ্যান চলাচল বন্ধ ছিল।

পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান মনির, পৌর জামায়াত আমির মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম এবং ঢাকা শ্যামপুর শ্রমিক দল নেতা মো. হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।