Image description

প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি ও রোবোটিক্সের মহোৎসব “ROBOTIDE 2.0”। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম সায়েন্স বিল্ডিং-এর ৪০৩ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২টা সেগমেন্টে অনুষ্ঠিত হয়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (IEEE) Robotics and Automation Society ও RUSBC-এর যৌথ আয়োজনে, BRACNet Limited-এর পৃষ্ঠপোষকতায় এবং Roboment-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। 

আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে ছিলো 'Soccerbot Competition' । এছাড়াও আরো ছিলো 'Technical Session', 'Robot Development Workshop' ও কুইজ প্রতিযোগিতা। এসব কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তের তরুণ মেধাবী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রোবটের ডিজাইন ও কাঠামো নির্মাণ, মোটর, সেন্সর ও কন্ট্রোল সিস্টেমের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি টিমওয়ার্ক, সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক দক্ষতা ও নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া প্রয়োগের সুযোগ পাবে।

অংশগ্রহণকারীদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা রোবোটিকস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারছি। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জন করাও সহজ হবে। কারণ আমরা বইয়ে যা পড়ি, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

উদাহরণস্বরূপ, ঘরের লাইট বন্ধ করতে ভুলে গেলেও অটোমেটিকভাবে লাইট বন্ধ হয়ে যাবে, এ ধরনের প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে উপকারে আসবে। আমরা চাইবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম আরও বড় পরিসরে আয়োজন করা হোক, যাতে শিক্ষার্থীরা বাস্তব অর্থে জ্ঞান অর্জন করতে পারে।

আয়োজক কমিটির মো. জাবির মাহমুদ  বলেন, আজকের এই কর্মশালাটি রোবোটিক্স সম্পর্কে আমাদের প্রযুক্তিগত ব্যবহারকে উন্নত করবে। বর্তমান বিশ্বের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আজ রোবট দ্বারা পরিচালিত হচ্ছে। সেই বিবেচনায় আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছি। এখানে তারা রোবট ডেভেলপমেন্ট ও প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। তারা সার্কিট বোর্ড তৈরি করছে, বিভিন্ন সেন্সর বানাচ্ছে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কর্মশালার শেষ দিকে কুইজ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সবশেষে আমি BRACNet-কে ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছে।

উল্লেখ্য, প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী সমাধান উপস্থাপনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। 

আয়োজকরা আশা করছেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।