
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, ছাত্রী ভোটাররা এবার নির্বাচনে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর হবেন। শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উমামা জানান, “মেয়েরা সহজে প্রভাবিত হন না এবং যুক্তিসংগত চিন্তা করে ভোট দেন। ৪৭% ছাত্রী ভোটারের অংশগ্রহণ নির্বাচনের গতিমুখ নির্ধারণ করবে।”
তিনি বলেন, “মেয়েদের ভোটকেন্দ্রে আনা চ্যালেঞ্জ। অনেকে বাসায় চলে গেছেন, পরীক্ষার প্রস্তুতি বা রাজনৈতিক প্ল্যাটফরম হিসেবে ডাকসুকে দেখার প্রবণতা তাদের ভোটে অনাগ্রহ তৈরি করে। আবার ভোটকেন্দ্র দূরে থাকায় অংশগ্রহণ কমতে পারে।”
তিনি আরও বলেন, “মেয়েরা গণহারে ভোট দিতে এলে ভোটার সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে যাবে। আমরা তাদের উৎসাহিত করছি।”
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন।
Comments