Image description

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনে একটি ‘বাফার জোন’ বা নিরাপত্তা অঞ্চল গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চল রক্ষায় নেতৃত্ব দেবে মার্কিন বাহিনী, তবে সেখানে বাংলাদেশ ও সৌদি আরবের মতো ন্যাটোর সদস্য নয় এমন দেশের সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে চার মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, এই বাফার জোন হবে একটি বৃহৎ বেসামরিক এলাকা, যার উদ্দেশ্য ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করা। এ জন্য বাংলাদেশ ও সৌদি আরবের সেনারা মোতায়েন হতে পারে। যুক্তরাষ্ট্র নিজেদের সেনা মোতায়েন না করে ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে এই অঞ্চল পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে।

এনবিসি নিউজ আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা না দেখে হতাশ। গত মাসে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হলেও যুদ্ধ শেষে শর্ত শিথিল করার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মস্কোও এ ধরনের বৈঠকের জন্য ইতিবাচক সাড়া দেয়নি।

রয়টার্স জানিয়েছে, তারা এনবিসির প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হোয়াইট হাউসের কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করেননি।