
রাজনীতির মাঠে গালিগালাজ ও অশোভন স্লোগানের প্রচলন নিয়ে তীব্র নিন্দা ও হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি জেনজি প্রজন্মের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন।
নিলোফার মনি বলেন, “আমি ৯০-এর আন্দোলনে ছিলাম, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের অত্যাচার প্রত্যক্ষ করেছি। গুম, নির্যাতনের শিকার পরিবারগুলোর কষ্ট দেখেছি। তারাই গালি দিলে বোধগম্য হতো। কিন্তু বুয়েটের মতো প্রতিষ্ঠানের ছাত্ররা ‘এক দুই তিন চার’ বা ‘টিনের চাল গাছের ডাল’-এর মতো স্লোগান দেবে, এমন কল্পনাও করিনি।”
তিনি পুরান ঢাকায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে বলেন, “মধ্যরাতে বুয়েট থেকে মিছিল বের হয়ে গালিগালাজ শুরু হয়েছে। এটা কোনো না কোনো দলের ষড়যন্ত্র। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।”
তারেক রহমানকে গালি দেওয়ার বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, “তিনি দেশের বাইরে থেকে কী করছেন যে তাকে নিয়ে গালি দিতে হবে? এটা কোনো বিশেষ দলের সমস্যার কারণে ঘটছে। আমরা এটা বুঝতে পারছি।”
নিলোফার মনি আরও বলেন, “৫২ ও ৭১-এর বৈষম্যে দেশ বিভক্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। সেই মানুষগুলো গালি দিলে বোঝা যেত। কিন্তু এই হিপ্পিরা, এই জেনজি প্রজন্মের এমন আচরণে আমি হতবাক।”
Comments