ধামইরহাটে প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে বিদায় দিল প্রাক্তন শিক্ষার্থীরা

রাজশাহী শিক্ষাবোর্ডের অন্যতম এবং নওগাঁ জেলার বার বার ১ম স্থান অধিকারী নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে হাতির পিঠে চড়ে বিদায় জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা।
একজন প্রধান শিক্ষককে এইভাবে বিদায় জানানো দৃশ্য একনজর দেখতে রাস্তার দু’পার্শে হাজারো শিক্ষার্থী ও নারী পুরুষ ভিড় জমায়। ৬ সেপ্টেম্বর দুপুরে হাতির পিঠে চড়ে ৩৯ বছর শিক্ষকতা জীবনের ইতি টানেন প্রথিতযশা এই গুণি শিক্ষক। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে শনিবার জাতীয় সংগীতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান পাঠশালাপতি এস এম খেলাল রব্বানীর বিদায় সংবর্ধনার শুভ সুচনা করা হয়।
পরে প্রাক্তন শিক্ষার্থী কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা’ সংগঠনের রাসেল মাহমুদ, শাকিল হোসেন প্রমুখ।
এ সময় প্রধান শিক্ষক ছাড়াও সহকারি শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম, অফিস সহকারি আব্দুস সাত্তারকে বিদায় সম্মাননা জানানো হয়। সবশেষে হাতির পিঠে চড়ে স্কুল গেট থেকে পুরো বাজার প্রদক্ষিণ শেষে প্রধান শিক্ষক খেলাল ই রব্বানীকে বাড়ীতে পৌছে দেন শিক্ষার্থীরা।
Comments