জীবননগরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টার সময় থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, এসআই জাহিদ হাসান, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতি পঙ্কজ দত্ত, সাধারণ সম্পাদক অনন্ত পাল, শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সুশান্ত সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কর্মকার, শ্রী শ্রী শিব কালী মন্দিরের সভাপতি সীমান্ত দাস, সাধারণ সম্পাদক মানিক দাসসহ উপজেলার সকল পূজা মন্ডবের কমিটির সদস্যবৃন্দরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় জীবননগর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর জীবননগরে মোট ২৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Comments