
উচ্চ ফি, লুকানো চার্জ ও কম বিনিময় হারের কারণে ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকার রেমিটেন্স কম এসেছে বলে জানিয়েছে ফিনটেক কোম্পানি না’লা। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে বহুজাতিক এ কোম্পানি।
না’লার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ ছিল ৯০৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ৫৭ বিলিয়ন ডলার অতিরিক্ত ফি ও কম বিনিময় হারে অপচয় হয়েছে। বাংলাদেশে প্রবাসীরা ২৬.৯ বিলিয়ন ডলার পাঠালেও ১.৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়ে গেছে, যা দেশের বার্ষিক বাজেটের ২ শতাংশ ও জিডিপির ০.৩৩ শতাংশের সমান।
না’লা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত অর্থ জিরো ফিতে দ্রুত ও নিরাপদে দেশে পৌঁছানো আমাদের লক্ষ্য। বাড়তি খরচ ও সময় নষ্ট রোধে আমরা কাজ করছি।” তিনি জানান, না’লা অ্যাপের মাধ্যমে প্রবাসীরা মোবাইল ফোনে বিনামূল্যে ও ভালো বিনিময় হারে টাকা পাঠাতে পারেন।
২০২১ সালে চালু হওয়া না’লা অ্যাপ বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১টি দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর সুবিধা দিচ্ছে। এর ব্যবহারকারী ৫ লাখ ছাড়িয়েছে। অ্যাপটি ২৪৯টি ব্যাংক ও ২৬টি মোবাইল মানি সার্ভিসের মাধ্যমে লেনদেন সমর্থন করে।
Comments