
নীলফামারীতে কৃষি আধুনিকীকরণের অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধানের চারা রোপণ যন্ত্র), রিপার (ফসল কাটার যন্ত্র) ও পাওয়ার স্প্রে (কীটনাশক স্প্রে করার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব শাহিনুর রহমান।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক আবু ফাত্তাহ রওশন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ বক্তব্য দেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, ২৫টি রিপার ও ২৫টি পাওয়ার যন্ত্র উপজেলার ১৫ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
Comments