Image description

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নন, তবে একই নামের কারণে যুক্তরাষ্ট্রের আইনজীবী মার্ক এস জাকারবার্গ ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, তার নাম “বিখ্যাত ব্যক্তির নকল” ভেবে ফেসবুক গত আট বছরে পাঁচবার তার অ্যাকাউন্ট বন্ধ করেছে, যার ফলে তার ব্যবসায় হাজার হাজার ডলার ক্ষতি হয়েছে।

ইন্ডিয়ানার এই দেউলিয়াত্ব আইন বিশেষজ্ঞ জানান, তিনি ৩৮ বছর ধরে আইন পেশায় রয়েছেন, যখন ফেসবুকের মার্ক ই জাকারবার্গ ছিলেন শিশু। মামলার নথিতে তিনি বলেন, ফেসবুক তার বিজ্ঞাপনের জন্য দেওয়া ১১,০০০ ডলারের চুক্তি লঙ্ঘন করেছে। তিনি উপমা দিয়ে বলেন, “এ যেন রাস্তার পাশে বিলবোর্ড কিনে টাকা দেওয়ার পর তাতে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়।”

স্থানীয় গণমাধ্যমে দেওয়া ফেসবুকের ইমেলে বলা হয়, তারা মার্ককে তার “আসল নাম” ব্যবহার না করার জন্য অভিযুক্ত করেছিল। জবাবে তিনি পরিচয়পত্র, ক্রেডিট কার্ড ও মুখের ছবি জমা দিয়ে নিজের পরিচয় প্রমাণ করেছেন। তিনি বলেন, “আমার নাম মার্ক স্টিভেন, আর তার নাম মার্ক এলিয়ট।”

গত মে মাসে তার অ্যাকাউন্ট বন্ধ করা হলে মামলার পর তা পুনরুদ্ধার করা হয়। মেটা এক বিবৃতিতে বলেছে, “ভুলবশত বন্ধ হওয়া অ্যাকাউন্টটি আমরা পুনরায় চালু করেছি। ভবিষ্যতে এমন ভুল এড়াতে কাজ করছি।”

এই আইনজীবী নামের বিভ্রান্তি নথিভুক্ত করতে একটি ওয়েবসাইটও চালু করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, একবার ওয়াশিংটন রাজ্য ভুল করে তার বিরুদ্ধে নির্যাতনের মামলাও করেছিল।