বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুবলীগ নেতা!

কুমিল্লার মুরাদনগরে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নামে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুবলীগ নেতা শাহজাহান খান বাবুল। যা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ তোলপাড়। শাহজাহান খান বাবুল মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির ১০ নাম্বার সদস্য।
শুক্রবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে কাজী শাহ মিনিবার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সেই উদ্বোধনের একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নামে আয়োজিত ‘কাজী শাহ মিনিবার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করছেন মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খান বাবুল। তার পাশে দাঁড়িয়ে আছেন ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রুহুল আমিন খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, অপর যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতার উপস্থিতি এখন বিএনপির কর্মীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় অনেক বিএনপি’র নেতাকর্মী।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, এভাবে আওয়ামীলীগের লোকজনকে নিয়ে প্রকাশ্যে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা দুঃখজনক। বিগত ১৫ বছর আমরা তো তাদের দ্বারাই নির্যাতিত ছিলাম। যে সকল বিএনপির নেতা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতার উপস্থিতির বিষয়টি জানতে চাইলে আয়োজক কমিটির সভাপতি ও ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন মুঠোফোনে বলেন, পরমতলা গ্রামে একটি ক্লাব রয়েছে যার নাম কাজী শাহ ক্লাব যার অর্থ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সেই ক্লাবের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তো আসলে কোন দলের হয় না, এখানে অনেক দল অংশগ্রহণ করেছে কোন দলের পক্ষ থেকে কে এসেছে সেটি আমার জানা নেই।
এ বিষয়ে মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক এডভোকেট ওবায়দুল সিদ্দিকী বলেন, বিএনপির লোকজন এভাবেই পুরো উপজেলায় আওয়ামী পূনর্বাসন করছে। অথচ মিডিয়ায় তারা ভিন্ন কথা বলে। পতিত স্বৈরাচারের দোসরদের এভাবে প্রকাশ্যে পূনর্বাসন করাটা দুঃখজনক। এ বিষয়ে আমি সাবেক এমপি কায়কোবাদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন মুঠোফোন বলেন, আমি অসুস্থতার কারণে খেলার উদ্বোধনের বিষয়টি জানা নেই।
তিনি খোঁজখবর নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
Comments