
একটি কানি বকের চারটি পা, আর সেই বক দেখতেই ভিড় জমাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা, এমন চার পা ওয়ালা বককে দেখতে রীতিমত ভিড় লেগে গেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারী গ্রামের ক্ষুদ্র হাড়ি পাতিল ব্যবসায়ী ও পাখি প্রেমিক আব্দুর রশিদের বাড়িতে।
মাসখানেক আগে গ্রামে হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশে পুকুরে ছটফট করতে দেখে চার পা ওয়ালা কানি বকটিকে, সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন, একটি পায়ের সমস্যা থাকায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে খাঁচায় পালতে শুরু করেন। পাখির প্রতি ভালোবাসা থেকে প্রতিনিয়ত যত্ন নিতে থাকেন বকটির, প্রতিনিয়ত মাছ কিনে বা মাছ ধরে খাওয়াতে শুরু করেন আব্দুর রশিদ, এরই মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে চার পা ওয়ালা বকটির কথা, প্রতিনিয়ত বকটিকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা এসে ভিড় জমাচ্ছেন আব্দুর রশিদের বাড়িতে। অনেকেই আবার নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নিচ্ছেন।
চার পাওয়ালা কানি বকটিকে দেখতে আসা জুই, রানা,আব্দুর রহিম ও রহমত উল্লাহ জানান,জীবনের অনেক দু পা ওয়ালা কানি বক দেখেছি, আজ প্রথম চার পা ওয়ালা কানি বক দেখলাম।
পাখি প্রেমিক আব্দুর রশিদ জানান, ছোটবেলা থেকেই আমি পাখিকে খুব ভালবাসতাম, গ্রামে হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে পুকুরে কানি বকটিকে দেখে আমার খুব মায়া লেগেছিল তাই বাড়িতে নিয়ে এসে খাঁচায় পালন করছি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, জেনেটিক কারণে বকটির চারটি পা হয়েছে, এর মধ্যে দুটি পা সচল ও দুটি পা অচল।
Comments