Image description

চুয়াডাঙ্গা জেলা সদরের ভুলটিয়া শেখপাড়া গ্রামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে। নিহত ওই গৃহবধূর নাম আফরোজা (৩৪)। এই ঘটনায় আফরোজার স্বামী মো. নাসির (৩৮) এবং তার সৎ ছেলে ইমন (১৮)-এর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

বর্তমানে নিহত আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত আফরোজার ছেলে সুমন আলী (১৩) এবং মামা মতিয়ার রহমান (৪৭) জানান, আফরোজাকে তার স্বামী নাসির ও সৎ ছেলে ইমন প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। তারা অভিযোগ করেন, গত পাঁচ দিন আগে তারা আফরোজার মুখে বিষ ঢেলে দেয়। বিষক্রিয়ার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সরোজগঞ্জ ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু গতকাল (শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে আফরোজার অবস্থার অবনতি হলে পুনরায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত নাসির চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া গ্রামের ইবারত আলীর ছেলে এবং মৃত আফরোজা চুয়াডাঙ্গা জেলা সদরের পিরোজখালী গ্রামের আব্দুল মজিদের মেয়ে। 

পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ এবং স্বামী ও সৎ ছেলের নির্যাতনের শিকার হচ্ছিলেন আফরোজা।

আফরোজার মামাতো ভাই মো. ফরজ আলী (৩৫) বলেন, "আমরা আমার মামাতো বোনকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার বিচার চেয়েই আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।"

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, "আমরা মৌখিক অভিযোগ পেয়েছি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।"