Image description

নোয়াখালীর কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত দম্পতি ছায়দুল হক (৫৯) ও বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী ছিলেন।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিবি মরিয়ম। কিন্তু পথে কানকিরহাট-হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে তিনি রাস্তায় পড়ে যান। তাকে পুনরায় একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনিও মৃত ঘোষণা করা হয়।

ইউপি সদস্য আরও জানান, শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে। এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।