
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি হলে দুই দেশের সীমান্তে একটি বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে আমেরিকা। আর সেখানে বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশ থেকে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে দেশটি। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে এই বিশাল নিরস্ত্রীকৃত অঞ্চলটি তৈরি করা হবে। এর নিরাপত্তার দায়িত্বে সৌদি আরব বা বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো-বহির্ভূত দেশের সেনারা থাকতে পারে। এনবিসি নিউজের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, আমেরিকা বাফার জোন পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে। তবে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে দূর থেকে এই পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হবে। এমনটাই বলছে এনবিসি নিউজ।
Comments