Image description

আজ রোববার রাতে বিরল এক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। পূর্ণ চন্দ্রগ্রহণের সময়ই আজ দেখা যাবে ‘ব্লাড মুন’, অর্থাৎ লাল রঙের চাঁদ। জ্যোতির্বিদ্যা-প্রেমীদের জন্য অসাধারণ এই মহাকাশীয় দৃশ্যটি উপভোগের দারুন সুযোগ এটি। এশিয়া মহাদেশসহ ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে দেখা যাবে এই ‘ব্লাড মুন’ পূর্ণ চন্দ্রগ্রহণ।

ব্লাড মুন হচ্ছে এমন একটি মহাকাশীয় ঘটনা যেখানে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে, ফলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপরে। আর এ কারণেই গাঢ় লাল রঙ ধারণ করে চাঁদ। পরিচিত এই দৃশ্যটি-ই ‘ব্লাড মুন’ নামে পরিচিত, যা হাজার বছর ধরে পৃথিবীসুদ্ধ মানুষকে বিমোহিত করে আসছে।

চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল দেখানোর কারণ সম্পর্কে সম্প্রতি এএফপি’র সাথে কথা বলেছেন নর্দার্ন আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিজ্ঞানী রায়ান মিলিগান। তিনি বলেছেন যে, চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল দেখার কারণ হচ্ছে, একমাত্র সূর্যের আলো যা চাঁদে পৌঁছায় তা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ‘প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়।’

রায়ান মিলিগান বলেন, ‘আলোর নীল তরঙ্গদৈর্ঘ্য লাল তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট হয়ে থাকে, তাই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি আরও সহজে ছড়িয়ে পড়ে। এ কারণেই চাঁদকে এমন লাল, রক্তের মতো দেখায়।’ 

ভারত, চীন, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের অধিবাসীরা আজকের এই পূর্ণ চন্দ্রগ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখার সুযোগ পাবেন। আফ্রিকার পূর্ব প্রান্ত ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকেও দৃশ্যমান হবে এটি।