Image description

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্দানিয়া গ্রামের বাসিন্দা ছায়দুল হক (৫৯) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ছায়দুল হকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী বিবি মরিয়ম (৫৫) ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে স্ট্রোক করে অজ্ঞান হয়ে যান। কানকিরহাট-হাসানপুর সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে চোখে দেখেন না। স্বামীর হাত ধরে তিনি চলাফেরা করতেন। স্বামীর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথেই তিনি মারা যান। একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।