
পর্তুগালের রাজধানী লিসবনে একটি জনপ্রিয় ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনায় দেশি ও বিদেশি নাগরিকেরা হতাহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে এবং পাশের একটি ভবনে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে ধাক্কা লাগার পর এটি কাঠের বাক্সের মতো ভেঙে পড়ে। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও তার শিশু সন্তানও রয়েছে। তাদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর পর্তুগালে বৃহস্পতিবার একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া, লিসবনের মেয়র কার্লোস মোয়েদা শহরে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনা লিসবনে আগে কখনো ঘটেনি।
পর্যটকদের কাছে জনপ্রিয় এই ক্যাবল রেলটি লিসবনের রেসতোরাদোস এলাকা থেকে বাইরো আলতোতে যাত্রী পারাপার করত। এটি ১৮৮৫ সাল থেকে প্রায় ১৪০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। লিসবন শহরটি সাতটি পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় শহরজুড়ে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে এ ধরনের সেবা চালু রয়েছে। এই দুর্ঘটনার পর শহরের সকল ক্যাবল রেল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
Comments