Image description

ফুটবল তারকা লিওনেল মেসির নিজ দেশে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে এবং এই ম্যাচটি মেসির জন্য বিশেষ হতে পারে। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ইঙ্গিত দেন যে, মেসির দেশত্যাগের কথা ‘শেষ কথা’ হিসেবেই ধরা উচিত।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন যে তিনি মেসির সঙ্গে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন, তবে তার কথার ওপরই সব ছেড়ে দিয়েছেন। স্কালোনি বলেন, "সে ইতোমধ্যেই এটা নিয়ে যা বলেছে সেটাই শেষ কথা।" এরপর তিনি আবেগপ্রবণ হয়ে বলেন যে, যদি সত্যিই এটি আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ হয়, তাহলে সবার উচিত এটি উপভোগ করা, কারণ মেসি এর প্রাপ্য।

মেসির ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে এক আর্জেন্টাইন সাংবাদিক আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললে স্কালোনি নিজেও আপ্লুত হয়ে পড়েন। সাংবাদিক যখন বলেন যে, স্কালোনি তাকে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন, তখন স্কালোনিকেও চোখ মুছতে দেখা যায়।

স্কালোনি জানান, তিনি চুক্তি নবায়নের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, তবে এই বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন যে, আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির কোনো উত্তরসূরি হতে পারবে না। স্কালোনির মতে, মেসির মতো কাউকে আর দেখা যাবে না কারণ সে অতুলনীয়।

মেসির সঙ্গে খেলার স্মৃতিচারণা করে স্কালোনি বলেন, "আমি লিও’র সঙ্গে খেলেছি। তাকে সতীর্থ হিসেবে পাওয়া, বল পাস দেওয়া খুবই সুন্দর বিষয়গুলোর একটি। পরবর্তীতে বিশ্বকাপে তার মাধ্যমে জিততে পারা আরও রোমাঞ্চকর।" স্কালোনি আশা করেন, মেসির মতো একজন তারকাকে আর্জেন্টিনা তার দেশে আবারও দেখতে পাবে।