
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ, ৪ সেপ্টেম্বর। সুরের জাদুতে যিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। ১৯৫৪ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করা এই শিল্পী ছোটবেলা থেকেই গান শিখতে শুরু করেন এবং একসময় বাংলা গানের জগতে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান।
১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে সাবিনা ইয়াসমিনের প্লেব্যাক যাত্রা শুরু হয়। এরপর তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। তার কণ্ঠের সেই গানগুলো আজও বাঙালির হৃদয়ে গেঁথে আছে-
“যদি মন কাঁদে তুমি চলে এসো”
“সুখে থেকো ও আমার নন্দিনী”
“তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা”
“এমনও প্রেম হয়”
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার দেশাত্মবোধক গানগুলো মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন ১৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা।
জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন যে, তার নাম ছাড়া বাংলা গানের ইতিহাস অসম্পূর্ণ।
ভক্তদের একটাই প্রত্যাশা, বাংলা গানের এই সুরসম্রাজ্ঞী সুস্থ ও দীর্ঘজীবী হোন এবং তার কণ্ঠে আরও নতুন গান শোনার সুযোগ হোক।
Comments