Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার মধ্যে এবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দেশটির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইউএই সতর্ক করেছে যে, যদি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে, তাহলে আব্রাহাম চুক্তি ঝুঁকির মধ্যে পড়বে।

বিবিসি-র এক প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার এমন পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নষ্ট করে দেবে। তার মতে, ইসরায়েলের এই ধরনের কাজ চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে, তবে ইসরায়েলি সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই চুক্তির একটি প্রধান শর্ত ছিল যে, ইসরায়েলকে পশ্চিম তীরের কিছু অংশ নিজেদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দিতে হবে। যদিও সেসময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে, এই পরিকল্পনা 'সাময়িকভাবে স্থগিত' করা হয়েছে।

সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবের পরেই আরব আমিরাতের পক্ষ থেকে এমন কঠোর সতর্কতা এলো।

প্রায় ২৩ মাস ধরে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তির নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চলছে। এই হামলায় এ পর্যন্ত বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা দখলের ঘোষণা দেওয়ায় ইসরায়েল যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতও এই আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয়েছে।  জরিমানা