
চট্টগ্রামে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ডবলমুরিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের পরিচালক মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোহাম্মদ আসলাম নামে একজন পাসপোর্ট অফিসে আবেদন করতে আসেন। তবে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে তিনি নিজের প্রকৃত নাম ফরহাদ হোসেন বলে স্বীকার করেন। ফরহাদ জানান, মামা জসিম উদ্দিনের দেওয়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে তিনি পাসপোর্টের জন্য আবেদন করতে এসেছেন।
পরিচালক আরও জানান, ফরহাদের ব্যবহৃত মোবাইল নমার থেকে জসিম উদ্দিনকে কল দেওয়া হলে তিনি মনসুরাবাদ ওয়াপদা হাইস্কুলের সামনে অবস্থান করছেন বলে জানান।
তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশকে বিষয়টি জানানো হলে অভিযান চালিয়ে ফরহাদসহ আরও এক রোহিঙ্গাকে সেখান থেকে আটক করা হয়। তবে অভিযানের সময় জসিম উদ্দিন কৌশলে পালিয়ে যান।
আটককৃদের ডবলমুরিং মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Comments