Image description

বগুড়ার শিবগঞ্জে সাম্য, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশাল সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশে হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটে।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় হিন্দু সমাজের সুখে-দুঃখে পাশে আছেন। বিএনপি সকল ধর্মের মানুষের বন্ধু। গত ১৬ বছর ধরে শেখ হাসিনা জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতায় ছিলেন, কিন্তু হিন্দু-মুসলিম কারো স্বার্থ রক্ষা করেননি। তারেক রহমানের নির্দেশে বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় কাজ করছে।”

তিনি আরও বলেন, “এই সমাবেশ হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে।” তিনি আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা। শিবগঞ্জে হিন্দু সম্প্রদায় আমাদের ভাই হিসেবে সম্মানিত।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।

অন্যান্য বক্তারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।