শহীদ জিয়াউর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়: হেলেন জেরিন খান

বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, শহীদ জিয়াউর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান একজন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি ছিলেন। তাকে বাংলাদেশকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।”
শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মৌলভি বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
হেলেন জেরিন খান আরও উল্লেখ করেন, “ফ্যাসিস্ট হাসিনার ভূমি মন্ত্রী শুধু বাংলাদেশে নয়, লন্ডন, আমেরিকা, দুবাইয়ে ৬০০ থেকে ৮০০ বাড়ির মালিক। অথচ বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েও ভাড়া বাসায় থাকেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থেকেও কোনো ব্যক্তিগত সম্পত্তি অর্জন করেননি। তাদের একমাত্র সম্পদ ছিল জিয়াউর রহমানের পৈত্রিক বাড়ি।”
সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান হাওলাদার, আতিকুর রহমান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি সায়েম বেপারী, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান পলাশ লিটু হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
Comments