Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (২৩ আগস্ট) ভোররাত সাড়ে তিনটার দিকে মুড়ির ফ্যাক্টরির গলিতে টিনশেডের একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় বাসার ভেতরে থাকা পরিবারের সদস্যরা দগ্ধ হন। গুরুতর আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে ছয়জন মারা যান।

মৃতদের মধ্যে রয়েছেন হাসান মিয়া (৩৮), তাঁর দুই বছরের মেয়ে জান্নাত, এক মাস বয়সী ছেলে ইমাম উদ্দিন, হাসানের শাশুড়ি তাহেরা বেগম (৫০), এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের মেধাবী শিক্ষার্থী তানজিলা আক্তার। তানজিলার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে হাসানের আরেক মেয়ে মুনতাহা (৮), শ্যালিকা আসমা বেগম (৩৫) এবং তাঁর ছেলে আরাফাত (১৫) আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

হাসানের ছোট ভাই রকিবুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগুনে একে একে আমাদের পরিবারের ছয়জন চলে গেল। বাকিদের নিয়েও শঙ্কা কাটছে না।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ওই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।