
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৮ আগস্ট সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে কয়েকজন লোককে ঘেরাও করে 'আওয়ামী ফ্যাসিস্ট' স্লোগান দিচ্ছিলেন আসামিরা। সেখানে লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিলেন।
'মঞ্চ ৭১' নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠকে ৭০-৮০ জন অংশ নেন। অভিযোগ, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিরোধের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের প্ররোচনা দিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন বলে দাবি।
তদন্তকারীরা জানান, মামলা তদন্তাধীন থাকায় এবং আসামিদের নাম-ঠিকানা যাচাই না হওয়ায় তাদের কারাগারে রাখা জরুরি। পুলিশ বৈঠকস্থলে হাজির হয়ে আসামিদের হেফাজতে নেয়।
Comments