চুয়াডাঙ্গায় ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের কলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায়, পিঠে এবং হাতে ২০টিরও বেশি সেলাই দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কিশোরী জানায়, বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাড়ির বাইরে বাথরুমে গিয়েছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের আশিক (২৮), আজাদ (৫০), নুরু (৪৫), এবং সাকিল (২৫) তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। কিশোরী বাধা দিলে এবং চিৎকার করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপরেই সে জ্ঞান হারায়।
কিশোরীর ভাই জানান, বোনের চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন তার বোন রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। একই সময়ে চারজনকে ধারালো অস্ত্র হাতে পালিয়ে যেতেও দেখেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments