
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪টি বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মোট উদ্ধার করা ৮৯টি বস্তায় ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল ছিল।
একই সময়ে মেঘাই গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকেও ৫০ কেজির ২৮টি বস্তা ও ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। সেখানে মোট ২৫৪টি বস্তা পাওয়া যায়। দুই গুদাম মিলিয়ে মোট ৩৪৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, যা উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। গুদামের দুই মালিক পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় কাজীপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments