Image description

জাতীয় পার্টি (জাফর) এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবাব আলী আব্বাস বলেছেন, কাজী জাফরকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লিখতে পারবে না কেউ। কাজী জাফরকে বাদ দিয়ে যদি কেউ ইতিহাস লিখে, সেটা পরিপূর্ণ ইতিহাস হবে না। ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে সব আন্দোলনেই কাজী জাফরের অবদান ছিল।

তিনি বলেন, ৫ আগস্ট জাতির জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে মুছে নয়। ৫ আগস্ট এটা কোন বিপ্লব নয়, এটা স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুথান। গত ১৭ বছর বিএনপির নেতৃত্বে যদি আন্দোলন সংগ্রাম না হতো, তাহলে চিলড্রেনস্ পার্টি এসে আন্দোলন সংগ্রাম করা সম্ভব হতো না। 

নবাব আলী আব্বাস বুধবার (২৭ আগষ্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজি বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, জেলা জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির সদস্য সচিব আবুল কাসেম। 

উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জাফর আহমেদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবদুল মালেক, কালিকাপুর ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক নাছির উদ্দিন, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহফুজ আলম, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন জিকির, জহিরুল ইসলাম জহির। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা জাতীয় পার্টি নেতা আলী আশ্বব মেম্বার, জেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নুর হোসেন, আবুল কাসেম মোল্লা, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা জানে আলম দোভাষী, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হাজী রুহুল আমিন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা জহিরুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নেতা লুৎফর রহমান, সাজেন্ট আবদুর রশিদ, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবুল কাসেম, কনকাপত জাতীয় পার্টি নেতা বাহার মজুমদার, সিরাজুল ইসলাম প্রমুখ।