ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশের পর শাহবাগ ছাড়লেন প্রকৌশল শিক্ষার্থীরা

পুলিশের লাঠিচার্জ ও হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার পর শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে তারা শাহবাগ ত্যাগ করেন এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন।
বুধবার রাত ১০টার পর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে ডিএমপি কমিশনার পুলিশের বলপ্রয়োগের ঘটনাকে অপ্রীতিকর উল্লেখ করে ক্ষমা চান। এরপর শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এলাকা ত্যাগ করেন এবং সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান।
এর আগে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রেল ভবনে সরকারের দুই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। তবে শিক্ষার্থীদের দাবি, বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি। অবরোধ তুলে নেওয়ার পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে প্রকৌশলী অধিকার আন্দোলনের এম ওয়ালীউল্লাহ বলেন, “জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা মাঠের কর্মসূচিতে যাচ্ছি না। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তিন দফা দাবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা হবে।”
এদিকে জুবায়ের আহমেদ আরেকটি কর্মসূচি ঘোষণা করে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ শাটডাউন ঘোষণা করা হলো। কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।”
Comments