Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভোঁজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট হয়েছে। গত শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে চোরেরা বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, ট্যাব, আইপিএস ও স্পিকারসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে পালায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা অফিসকক্ষের ৭টি আলমারি ভেঙে একটি লেনোভো ল্যাপটপ, ২৯টি ওয়ালটন ট্যাব, একটি তোশিবা প্রজেক্টর, একটি আইপিএস এবং তিনটি স্পিকার চুরি করে।

প্রধান শিক্ষিকা সীমা রাণী সরকার বলেন, “রোববার ভোরে দপ্তরির মাধ্যমে চুরির বিষয়টি জানি। স্কুলে গিয়ে দেখি তালা ও আলমারি ভাঙা। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করি।”

স্থানীয় ওয়ার্ড মেম্বার লিটন আহমেদ প্রধান শিক্ষিকার উপর অবহেলার অভিযোগ তুলে বলেন, “দপ্তরি প্রথমে একজনের নাম উল্লেখ করলেও প্রধান শিক্ষিকা অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন, যা চোরকে প্রশ্রয় দেওয়ার মতো।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “চুরির ঘটনাটি জানা গেছে। শিক্ষক থানায় জিডি করেছেন, এবং পুলিশ তদন্ত করছে।”

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “বিদ্যালয়ে চুরির ঘটনা দুঃখজনক। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”