
মাদারীপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বুধবার ভোররাতে গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, নগদ ২১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুরের কোতয়ালী থানার ওয়ারলেস পাড়া-গোয়ালচা মোড় এলাকার নাছিবুর রহমান নাছির (৪৭) এবং মাদারীপুর পৌরসভার হরিকুমারিয়া পাঠককান্দি এলাকার মিজানুর রহমান ওরফে মেজর (৪২)।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Comments