
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে।
মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা দিতে হবে।
বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুততার সাথে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
Comments