Image description

তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফট। গত মঙ্গলবার নিজেদের বাগদান সেরেছেন তারা, যার খবরে রীতিমতো উচ্ছ্বসিত তাদের কোটি ভক্ত।

দুই বছরের প্রেমের সম্পর্কের পর এই মহৎ সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছরের এই তারকা জুটি। তাদের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন গায়িকা নিজেই। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে উঠে এসেছে তাদের ভালোবাসার মধুর মুহূর্ত।

পোস্টটি প্রকাশ হতেই ইন্টারনেটে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাগদানের খবরের এই পোস্টে ২৫ মিলিয়নেরও বেশি রিঅ্যাকশন আসে। নেটিজেনদের দাবি, এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে-যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তা প্রমাণিত হয়নি।

ভক্তদেরও যেমন উচ্ছ্বাস, পাশাপাশি টেক জায়ান্ট কোম্পানি গুগলও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের। মূলত, গুগলে “Taylor Swift” লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি। আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে টেলরের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেলসে একজন অসাধারণ মানুষ।”

দুই তারকার সম্পর্কের সূচনা ঘটে ২০২৩ সালে। কেলসের “নিউ হাইটস” পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জুলাইয়ে কেলসে টেলরের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত হন এবং ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি।

সেই ব্যর্থতার কয়েক মাস পরে পরিস্থিতি বদলে যায়। সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের এক ম্যাচে, যেখানে তিনি কেলসের মা ডোনা কেলসের পাশে বসেন। এক মাস পর “সেটারডে নাইট লাইভ”-এ তাদের প্রথম জনসম্মুখে উপস্থিতি ঘটে, যেখানে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় তাদের। এরপর থেকে তাদের সম্পর্কের পরিণতির প্রত্যাশায় ছিলেন ভক্তরা।