Image description

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক আবারও স্কিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তিনি তার নাক থেকে ক্যানসারের একটি অংশ অপসারণ করেছেন এবং সবাইকে ত্বক নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্লার্ক লিখেছেন, "বিশেষ করে অস্ট্রেলিয়ায় স্কিন ক্যানসার এখন স্বাভাবিক ঘটনা। আজ ফের নাক থেকে (স্কিন) ক্যানসারের একটা অংশ কেটে ফেলতে হয়েছে। সবাইকে মনে করিয়ে দিতে চাই ত্বক নিয়মিত পরীক্ষা করার কথা।" তিনি আরও বলেন, প্রতিরোধই সেরা সমাধান, কিন্তু তার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণই বড় বিষয় ছিল।

ক্লার্ক জানান, ২০০৬ সালেই তিনি প্রথম স্কিন ক্যানসারের প্রাথমিক উপসর্গ (নন মেলানোমা লেসন) টের পেয়েছিলেন এবং তখন থেকেই এর চিকিৎসা নিচ্ছিলেন। খেলার সময় এবং ধারাভাষ্য দেওয়ার সময় সূর্যের সরাসরি আলোতে থাকার কারণে তার এই রোগ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্লার্ক অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭২ বলে ৭৪ রান করে দলকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন তিনি।