Image description

তিন দফা দাবিতে পূর্বঘোষিত 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধের পর এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের স্লোগানে শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে।

শিক্ষার্থীরা 'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম', 'কোটা না মেধায়, মেধায় মেধায়', 'অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই' এবং 'কোটা প্রথা ভেঙে দাও, মেধাবীদের অধিকার ফিরিয়ে দাও'—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের এই কর্মসূচির কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

তাদের মূল দাবিগুলো হলো:

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' পদবি ব্যবহার নিষিদ্ধ করা।

ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।

দশম গ্রেডের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদেরও সুযোগ দেওয়া।