Image description

তিন দফা দাবিতে প্রকৌশলীরা আজ 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) শাহবাগে পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর এই লং মার্চের ঘোষণা আসে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামনে শিক্ষার্থীরা একত্রিত হন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-

নিয়োগে কঠোর মানদণ্ড: নবম গ্রেডে বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

পদবি ব্যবহারে কঠোরতা: ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ 'প্রকৌশলী' পদবি ব্যবহার করতে পারবে না। এ ধরনের ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অ্যাক্রেডিটেশন নিশ্চিতকরণ: নন-অ্যাক্রেডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE অ্যাক্রেডিটেশনের আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।