জাজিরায় মসজিদের আজান নিয়ে বিরোধে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলার ওমরদি মাদবর কান্দি এলাকায় মসজিদের মাইকে আজান ও বয়ান প্রচার নিয়ে বিরোধের জেরে খবির সরদার (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে ভোররাতে মাইকে আজান ও বয়ান প্রচারের বিষয়ে আলমাস সরদারের আপত্তির কারণে বিরোধ শুরু হয়। তিনি মসজিদের ইমামকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। এ নিয়ে মসজিদ কমিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এতে ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার মঙ্গলবার রাতে খবির সরদারের ওপর হামলা চালিয়ে তার বুকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কবির আলম জানান, “খবির সরদারের বুকের ডান পাশে ছুরির আঘাতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “আলমাস সরদার আজান নিয়ে ক্ষিপ্ত হয়ে ইমামকে হুমকি দিয়েছিল। জিডি করার পর সে ক্ষিপ্ত হয়ে খবির সরদারকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, “আলমাস সরদার ও তার সহযোগী আকাশ মৃধা পরিকল্পিতভাবে খবির সরদারকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।”
জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments