
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তারেক রহমান বলেছেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, "নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, '৯০-এর গণআন্দোলন এবং '২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে, উজ্জীবিত করেছে।" তিনি কবির রুহের মাগফিরাত কামনা করেন।
বাণীতে তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর বাংলা ভাষার একজন প্রধান কবি ও সংগীতজ্ঞ। শৈশব থেকেই কঠিন জীবন-সংগ্রাম করে বেড়ে ওঠার কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন। তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ বাংলা সাহিত্য-সংস্কৃতির ভান্ডারকে সমৃদ্ধ করেছে। তার আপসহীন সংগ্রাম তাকে 'বিদ্রোহী কবি' হিসেবে খ্যাতি এনে দিয়েছে। তারেক রহমান বলেন, নজরুল মানবপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সাহিত্যকর্ম মানুষকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
Comments