
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত পৌনে ১টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউলকে অন্য শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত রবিউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্ত জালাল আহমদ একই হলের টেলিভিশন ও ফিল্ম বিভাগের শিক্ষার্থী।
আহত রবিউল জানান, জালাল রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে আলো জ্বালিয়ে এবং শব্দ করতে থাকলে তার ঘুম ভেঙে যায়। তিনি প্রতিবাদ করলে জালাল তাকে "অবৈধ" এবং "বহিরাগত" বলে গালি দেন। একপর্যায়ে জালাল তাকে ছুরিকাঘাত করে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জালাল আহমদ তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের আহত হওয়ার ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় তার রুমমেট রবিউল ইসলাম তাকে মেরেছে। তিনি রবিউলকে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থানকারী হিসেবে অভিযুক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, "আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রভোস্ট সেখানে উপস্থিত রয়েছেন। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা পদক্ষেপ নিব।"
Comments