Image description

নওগাঁর বদলগাছী উপজেলার একটি মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে জামায়াতে ইসলামী সমর্থিত নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী মো. মাহফুজুর রহমান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করার অভিযোগ উঠেছে। এসময় সকল শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন এবং কিছু শিক্ষকের হাতে নির্বাচনি প্রচারণার লিফলেট দেখা যায়। 

গতকাল সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় দাউদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার মো.সেকেন্দার আলীর অফিস কক্ষে এই মতবিনিময় সভা চলছে। ঔই সময় ক্লাস বন্ধ রেগে একজন রাজনৈতিক প্রার্থী তার নেতাকর্মী নিয়ে শিক্ষকদের মতবিনিময় করায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ক্লাস কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সভায় ওই মাদ্রাসার সুপার সহ  অন্তত ১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জামায়াতের এমপি প্রার্থী শিক্ষক সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে চান। তবে বিদ্যালয় সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে রাজনৈতিক আলোচনা আয়োজনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

মাদ্রাসার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যেকোন রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানে আসলে তার সাথে বসে আলোচনা করা ছাড়া উপায় থাকে না। আমরা বাধ্য হয়েই উপস্থিত ছিলাম।”

মাদ্রসার সুপার মো. সেকেন্দার আলী বলেন, “এটি কোনো রাজনৈতিক সভা নয়, শুধু শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। ক্লাস বন্ধ করা হয়নি।”

তবে শিক্ষার্থীদের ওই সময়ে মাঠে এবং বারান্দায় বসে সময় কাটাতে দেখা গেছে।

এরপর কিছুক্ষণ পরে ঔই প্রার্থী তার (ভেরিফাইড ফেসবুক পেজ) মো. মাহফুজুর রহমান নামে একটি আইডিতে বদলগাছী উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষকদের  সাথে মতবিনিময়ের ছবিও প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মো মাহফুজুর রহমানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও মুঠোফোন রিসিভ হয় নি তার।

বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, “বিদ্যালয়ে রাজনৈতিক প্রচারণা বা প্রার্থীর উপস্থিতিতে সভা করা অনিয়ম। বিষয়টি তদন্ত করা হবে।”

স্থানীয় অভিভাবক সমাজের এক নেতা বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি করে রাজনৈতিক সভা করার নজির খুবই দুঃখজনক। শিক্ষকরা যদি এমন করেন, তাহলে বাচ্চারা কী শিখবে?