Image description

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'Bangladesh Biman Order, 1972' পুনর্বহাল এবং (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা 30(c) এবং 'The Companies Act, 1994' এর আওতায় প্রণীত 'Articles of Association of Biman Bangladesh Airlines Limited' এর অনুচ্ছেদ-৫১-এ অর্পিত ক্ষমতাবলে শেখ বশিরউদ্দিনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।