
মালয়েশিয়ায় বর্তমানে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। সোমবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, সেখানে বৈধভাবে কাজ করছেন ৮ লাখের বেশি বাংলাদেশি যা মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুন পর্যন্ত ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি শ্রমিক অস্থায়ী ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন। তারা বেশিরভাগই স্বল্পদক্ষ খাতে কর্মরত।
করোনা মহামারির পর ২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে প্রায় ৪৯ হাজার বাংলাদেশি সেখানে যান। পরের বছর এই সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখে পৌঁছায়। তবে, চুক্তির মেয়াদ শেষ হওয়া বা অন্য জটিলতায় পড়ে ২০২২ ও ২০২৩ সালে মোট ৪৩ হাজার ৩৯৬ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ৭৯০ জন শ্রমিককে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের কারণে আটক করা হয়েছে।
Comments