
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আচরণ বিধিমালা কার্যকর হয়েছে। তবে মিছিল, বিদ্বেষমূলক বক্তব্যসহ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে জরিমানা, প্রার্থিতা বাতিল বা বহিষ্কারসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।
মনোনয়নপত্র ও প্রার্থিতা প্রত্যাহার: মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ। প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে যেতে পারবেন না। প্রার্থিতা প্রত্যাহার বা মনোনয়নপত্র দাখিলে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না।
যানবাহন ব্যবহার: নির্বাচনী প্রচারে যানবাহন, মোটরসাইকেল, রিকশা বা ব্যান্ড পার্টি ব্যবহার করে শোভাযাত্রা বা মিছিল নিষিদ্ধ। ভোটের দিন ভোটার পরিবহনে যানবাহন ব্যবহার করা যাবে না। তবে রিটার্নিং অফিসারের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। প্রার্থী ও ভোটাররা ভোটকেন্দ্রে যেতে শুধু সাইকেল বা রিকশা ব্যবহার করতে পারবেন।
প্রচারণা: প্রার্থীরা সমান প্রচারের অধিকার পাবেন। প্রচার চলবে তালিকা চূড়ান্ত হওয়া থেকে নির্বাচনের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত, সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। রাত ১০টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ। বহিরাগতরা ক্যাম্পাসে প্রচারে অংশ নিতে পারবেন না। অনলাইনে আইনসিদ্ধ ইতিবাচক প্রচার চালানো যাবে, তবে ব্যক্তিগত আক্রমণ, গুজব বা চরিত্র হনন নিষিদ্ধ।
সভা ও সমাবেশ: সভা, সমাবেশ বা শোভাযাত্রার জন্য ২৪ ঘণ্টা আগে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি নিতে হবে। প্রতি হলে একটি এবং ক্যাম্পাসে তিনটি প্রজেকশন মিটিং করা যাবে। শ্রেণিকক্ষ, ধর্মীয় উপাসনালয় বা পাঠদানে বাধা সৃষ্টিকারী স্থানে প্রচার নিষিদ্ধ। রাত ১০টার পর মাইক ব্যবহার করা যাবে না।
পোস্টার ও লিফলেট: শুধু সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। কোনো স্থাপনা, দেয়াল, গাছ বা যানবাহনে পোস্টার লাগানো বা দেয়ালে লেখা নিষিদ্ধ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টারের ক্ষতি করা যাবে না।
অন্যান্য নিষেধাজ্ঞা: গেইট, তোরণ, ক্যাম্প বা আলোকসজ্জা নিষিদ্ধ, তবে অস্থায়ী প্যান্ডেল বা মঞ্চ স্থাপন করা যাবে। ভোটারদের খাদ্য, পানীয় বা উপঢৌকন দেওয়া, প্রচারণামূলক পোশাক ব্যবহার, বিস্ফোরক বা অস্ত্র বহন, উসকানিমূলক বক্তব্য, বলপ্রয়োগ বা ভোটে বাধা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ভোটকেন্দ্রে নিয়ম: ভোটাররা বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। গণমাধ্যমকর্মীরা চিফ রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে ছবি তুলতে পারবেন, তবে বুথে প্রবেশ বা মোবাইল ব্যবহার নিষিদ্ধ। ভোটের পর ভোটারদের অবিলম্বে কেন্দ্র ত্যাগ করতে হবে।
শাস্তি: আচরণ বিধি লঙ্ঘনে ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বহিষ্কারের মতো শাস্তি হতে পারে। রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ বা স্বঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রক্টর অফিস তদারকি করবে। বিধি ভঙ্গের অভিযোগে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Comments