পাথরঘাটায় একশনএইড-এর উদ্যোগে ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ শুরু

জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘নেক্সাস ফেস্ট ২০২৫’।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) একশনএইড বাংলাদেশ-এর উদ্যোগে উপজেলা বিদ্যানিকেতন সংলগ্ন মাঠে আয়োজন করেছে এনএসএস নজরুল সৃতি সংসদ। এ উৎসবে স্থানীয় জনগণ, তরুণ সমাজ, সুশীল সমাজ ও সরকারি অংশীদাররা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
উৎসবে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, গবেষণা-ভিত্তিক অ্যাডভোকেসি, সাংস্কৃতিক পরিবেশনা ও কমিউনিটি সম্পৃক্ততামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে তৃণমূলের কণ্ঠস্বর নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে এবং তরুণরা পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন ও সক্রিয় করবে।
একশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার (পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম) মোঃ আরিফ সিদ্দিকী বলেন, নেক্সাস ফেস্ট কেবল একটি উৎসব নয়, এটি স্থানীয় সমস্যার সমাধান খোঁজার একটি প্ল্যাটফর্ম। জলবায়ু ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। এই আয়োজনের মাধ্যমে আমরা স্থানীয় কণ্ঠস্বরকে সামনে আনার চেষ্টা করছি।
Comments