
ইসরায়েলি বাহিনীর আক্রমণে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৮৬ জন নিহত এবং ৪৯২ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৫৮ জন ইসরায়েলি বিমান হামলায় এবং ২৮ জন খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।
গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণসামগ্রী সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই ধরনের হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১২৩ জন নিহত এবং ১৫ হাজার ৬১৫ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজায় জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ জুন ইসরায়েল এবং হামাসের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবার অভিযান শুরু করে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, হামাসকে সম্পূর্ণরূপে দুর্বল না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) একটি মামলাও দায়ের করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন, যার জবাবে ইসরায়েল এই সামরিক অভিযান শুরু করে।
Comments