Image description

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাটের বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করানো হয়। পরে রেল কর্তৃপক্ষ ভাঙা অংশ মেরামত করে চলাচল স্বাভাবিক করে।

সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গোপালপুর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের পাশে রেলব্রিজের কাছে ৮ ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পান। বিষয়টি আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টারকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করেন।

আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, “ভাঙা স্থানে তাৎক্ষণিকভাবে বস্তা গুঁজে ট্রেন চলাচল নিশ্চিত করা হয়। রাতেই শ্রমিকরা মেরামত কাজ সম্পন্ন করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।”

রেল কর্তৃপক্ষের তৎপরতায় রাতের মধ্যেই ভাঙা রেললাইন মেরামত করায় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।